Saturday, May 25, 2013

অদ্ভূত এক প্রফেসরের ১০০০ মাইল হাঁটা


শীঘ্রই বিস্তারিত প্রকাশের অপেক্ষায়।


তাঁর নাম প্রফেসর অ্যালান ডিক্স। যুক্তরাজ্যে বার্মিংহাম বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক। বৃটেনে
প্রথম সারির বিশ্ববিদ্যালয়। তিনি একটি অদ্ভুত উদ্যেগ নিয়েছেন। বৃটেনের ওয়েলসের সমুদ্রপাড় ঘেঁষা
 ১০০০ মাইল হাঁটবেন। উনি সমাজের বিভিন্ন স্তরে মানুষের প্রযুক্তি, প্রযুক্তির সমস্যা ইত্যাদি দেখবেন। আমার মনে হয়েছিল, আমাদের সমুদ্র উপকুলে বসবাস লাখ লাখ মানুষের হাতে উপযোগী প্রযুক্তি থাকলে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সহজতর হতে পারে।
আমার সুযোগ হয়েছে এ প্রফেসর এর সাথে কিছুক্ষণ সময় কাটানোর, যা সবার সাথে শেয়ার করতে চাই।

১০০০ মাইল হাঁটা:
প্রযুক্তি এবং সমাজ:
অ্যালানের বই:
নিঝুম দ্বীপে বসবাস:
যাত্রাপথ:
যাত্রাপথে ব্যবহৃত প্রযুক্তি:



Reference:

  • http://www.glyndwr.ac.uk/en/AboutGlyndwrUniversity/PressOffice/PressReleases2013/alandix/
  • www.alandix.com/alanwalkswales/


No comments:

Post a Comment