Saturday, May 25, 2013

সিস্টেমটা কি?

তখণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। দুজন ছেলে-মেয়ের ঘনিষ্ঠতা  দেখছি। একজন বায়োকেমিস্ট্রি'র বন্ধু এবং আরেকজন বোটানী'র সহপাঠিনি। দিনের অধিকাংস সময় তারা একসাথে থাকে। আমি প্রায়ই বলতাম, সিস্টেম টা কি? একদিন মেয়েটি জিজ্ঞেস করেছিল, "তোমার ঐ প্রশ্নের মানে কি?" আমি কোনো জবাব না দিয়ে হাসলাম। তারা বর্তমানে আমেরিকা প্রবাসী, পিএইচডিসহ নানা সফলতায় ভরা জীবন।

বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষে আমরা সিস্টেম পড়েছিলাম। বিশেষভাবে তৈরী নির্দেশকে (ইনপুট) একটি বিশেষ ব্যবস্থায়(প্রসেস), যে ব্যবস্থা ঐ নির্দেশটি বুঝে, পাঠানো হলে আমরা কান্খিত ফল(আউটপুট) পাই। কম্পিউটার হচ্ছে একধরনের সিস্টেম। যেকোন ক্ষেত্রে সফলতার জন্য সিস্টেম ডিজাইনকে এখন সবচেয়ে গুরুত্ব দেয়া হয়। পরিকল্পনা, প্রকল্প, পোগ্রাম, ভ্রমণ, প্রেম সবক্ষেত্রে আপনি সিস্টেম থিওরী কাজে লাগাতে পারেন।

মজা করে বললেও, তারা শব্দটা না বুঝলে (যেহেতু কম্পিউটার এর শিক্ষার্থী ছিলনা) ও  দু'জনের সিস্টেমটা ছিল সঠিক। ইনপুট, প্রসেসিং এবং আউটপুট। প্রথম বছরেই প্রজেক্ট ফিনিস। যখন আমাদের অনেক এ ধরনের প্রকল্পে আরো  ৫-২০ বছর সময় নিয়েছে।

সিস্টেমটা কি? শব্দগুলো যুক্ত করে আমি সামাজিক প্রযুক্তি নিয়ে কিছু আলোচনা করব। বিভিন্ন পর্বে। যেমন: অনেক বছরের চেষ্টা করেও আমরা কাগজ থেকে মেশিন রেডিবল পাসপোর্ট করতে পারলামনা! বিদেশী দুতাবাস এখনো কাগজেরটা দিচ্ছে। আর কালকে(২৪/০৫/২০১৩) শুনলাম ইউয়েফা বায়োলজিক্যাল পাসপোর্ট চালু করতে চায়। ডিএনএ ডাটা দিয়ে। তারা মেশিন এর পর বায়োমেট্রিক, ইলেকট্রনিক্স পর্ব অনেক আগেই শেষ করেছে।
আসলে আমাদের সিস্টেমটা কি?

No comments:

Post a Comment